সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ১৫ আগস্ট –২২ আগস্ট ২০২১
লগ্নে শনি-মঙ্গল-রাহু, সপ্তমে কেতু বা লগ্নে
শত্রু রাহু আর কেতু সপ্তমে অবস্থান করে
সন্দেহ আর তৃতীয় কারণে সংসার নষ্ট হবে।
মেষ – বেশ কিছু সমস্যার সমাধান হবে। ভ্রমণ যোগ দেখা যায়। হঠাৎ করে কোনো বিষয়ে এগোবেন না। কর্মক্ষেত্রে শুভ যোগ দেখা যায়। দাম্পত্য সুখ ও মানসিক আনন্দ যোগ দেখা যায়।
বৃষ – জ্ঞানলাভে আগ্রহী। গৃহে উৎপাত যোগ রয়েছে। অলসতার কারণে কর্তব্যের অবহেলা। ভুল বোঝাবুঝিতে দাম্পত্য কলহ যোগ। স্বাস্থ্যহানী, আধ্যাত্মিকতায় শান্তি লাভ।
মিথুন – প্রতিভার জন্য যশ লাভ। বিদ্যায় উন্নতি, অর্থলাভ যোগ। কর্মক্ষেত্রে সম্মান লাভ। স্বাের্থর কারণে গৃহে অশান্তি। নিকট আত্মিয়ের জন্য ক্ষতির সম্ভাবনা পরিলক্ষিত।
কর্কট – নানা কাজে বাধা। মনেতে ভীতি ভাব দেখা যায়। মনস্তাপ, কর্মক্ষেত্রে চিন্তা বৃদ্ধি। গৃহে বিবাদ যোগ। আত্মীয় বিয়োগে দুঃখ পেতে পারেন।
সিংহ – ভ্রাতৃপ্রেম, সম্মান লাভ, বন্ধু লাভ।ব্যবসায় উন্নতি, মনেতে প্রেম বৃদ্ধি, দ্রব্যলাভ যোগ, দাম্পত্য সুখ লাভ, ভ্রমণযোগে আনন্দ লাভ।
কন্যা – ব্যবসায় ক্ষতি। কর্মক্ষেত্রে অশান্তি যোগ। হঠাৎ কিছু প্রাপ্তির আশায় প্রতারিত হতে পারেন। অর্থসংকট দেখা দেবে। গৃহে ব্যয়ভার বৃদ্ধি পাবে। সামান্য কারণে দাম্পত্য কলহ দেখা যায়। আত্মীয় বিচ্ছেদ, দেহপীড়া দেখা যায়।
তুলা – অকারণে ভীতি ভাব। ব্যবসায় শুভ যোগাযোগ। বিদ্যালাভে শুভ ফল। প্রতিযোগীতামূলক কাজে জয় লাভ। শত্রু বৃদ্ধি পাবে। শুভ কাজে সম্মান লাভ। স্বাস্থ্য মন্দ নয়। আনন্দ লাভ পরিলক্ষিত।
বৃশ্চিক – বিদ্যায় সুফল লাভ। কর্মক্ষেত্রে উন্নতি যোগ। দাম্পত্য কলহে চিন্তা বৃদ্ধি। মিথ্যা অপবাদ। অকারণে ব্যয় ভাব। গৃহে অশুভ ভাব। স্বাস্থ্যহানী যোগ দেখা যায়।
ধনু – মান-সম্মান লাভ। কোনো নিকট আত্মীয় বিরুদ্ধতা করবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কিঞ্চিৎ ঝামেলা এলেও সামলে নিতে পারবেন। তবে মানসিক অশান্তি থেকেই যায়।
মকর – অকারণে ভীতি ভাব পেয়ে বসবে। পারিবারিক ঝামেলা এড়িয়ে চলুন। অর্থ বিষয়ে ক্ষতির সম্ভাবনা। স্বাস্থ্য মন্দ। নিকট আত্মীয় বিয়োগে শোক হতে পারে।
কুম্ভ – উচ্চশিক্ষায় শুভ যোগাযোগ। পারিবারিক অশান্তিতে চিন্তার কারণ। প্রতিযোগীতায় জয় লাভ। কর্মক্ষেত্রে দন্ডভোগ। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়। অর্থক্ষতির সন্মুখীন হতে পারেন।
মীন – বুদ্ধি বৃদ্ধি। মেধার প্রশংসা লাভ। ব্যবসায় উন্নতি। শুভ যোগাযোগ। নিকট আত্মীয়ের জন্য চিন্তা। মনেতে প্রেম ভাব বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ লাভ যোগ। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।