সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল- ১১-১৭ এপ্রিল ২০২১

তুমি নীলা আনো দিবা, বৈশাখীর আগমনে

শান্ত হোক মেদিনী, সুস্থতা আসুক জগতে।।

মেষ – সঙ্গীতে মনোনিবেশ। ঝামেলা এড়িয়ে চলুন। অপমানিত হতে পারেন। চাকুরী ক্ষেত্রে চাপ বৃদ্ধি ও সুনাম অর্জন যোগ দেখা যায়। ক্রোধের বশে কোনো ভুল কাজ করা থেকে বিরত থাকুন।

বৃষ – স্থান পরিবর্তনের সম্ভাবনা। প্রশিক্ষণে সাফল্য লাভ। ব্যয় বৃদ্ধি পাওয়ায় ঋণযোগ দেখা যায়। কর্মক্ষেত্রে সাফল্য লাভ। পত্নির স্বাস্থ্য বিষয়ে চিন্তা। অর্শ রোগাক্রান্ত হতে পারেন।

মিথুন – আশার সঞ্চার যোগ। অযথা ব্যয় বৃদ্ধি। নিকট আত্মীয় বিয়োগে শোক। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। গৃহে আত্মীয় সমাগম দেখা যায়।

কর্কট – কর্মে পরিবর্তনের সম্ভাবনা। পদোমর্যাদা বৃদ্ধি। মনেতে লাম্পট্যভাব দেখা দেবে। দেহে বেদনা বৃদ্ধি। মাতার স্বাস্থ্য বিষয়ে উদ্বিগ্নতা।

সিংহ – অসৎ কর্মে সাজা ভোগ। প্রেম পাখী উড়ে যাওয়ার মনোবেদনা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মামলা এড়িয়ে চলুন।

কন্যা – চাকুরি ক্ষেত্রে যোগাযোগ। ব্যবসায় মন্দা দেখা যায়। বিলাসিতার জন্য ব্যয়বৃদ্ধি যোগ। প্রিয়জনের সাথে মনোমালিন্য। মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ। দেহে রোগ ব্যধি বৃদ্ধি পেতে পারে। সাবধানে থাকুন

তুলা – কর্মে ব্যস্ততা। গুণিজনের সঙ্গ লাভ। গৃহে আত্মীয় সমাগম। প্রেমে প্রতারিত হবার সম্ভাবনা। বিবাদ এড়িয়ে চলুন।

বৃশ্চিক – দাম্পত্য সুখে ব্যঘাত দেখা দেবে। স্বজন সমাগম। ব্যবসায় প্রতিপত্তি লাভ। উচ্চশিক্ষায় বাধা। অসৎ বন্ধু থেকে সাবধানে থাকুন। জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

ধনু – ন্যয্য পাওনা থেকে বঞ্চিত হবার সম্ভাবনা। শিরপীড়া ভোগ। রমনী প্রীতি। মাতৃস্নেহ লাভ। কর্মক্ষেত্রে অশান্তি যোগ। আত্মীয় বিচ্ছেদ। নিঃসঙ্গতা দেখা যায়।

মকর – কর্মে অনিহা। সুখ সম্ভোগ। কর্মে প্রতিপত্তি লাভ। ব্যবসায় নতুন যোগাযোগ। নতুন প্রেমের হাতছানি। প্রতিভার বিকাশ এবং সম্মান লাভ যোগ।

কুম্ভ – হঠকারিতায় ক্ষতির সম্ভাবনা। দেহে শ্লেষ্মা বৃদ্ধি। সুকর্মে যশলাভ। গৃহে নানা কারণে অশান্তি ভোগ। কোনো নিকট শত্রু অপবাদ দিতে পারে।

মীন – গৃহে অশান্তি। দাম্পত্য বিচ্ছেদের সম্ভাবনা। কর্মে অলসতা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিতকায় সদানন্দ লাভ। তীর্থ ভ্রমণে শান্তি লাভ দেখা যায়।

Loading