নিজস্ব প্রতিনিধি- বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং বোমবাজি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ।মঙ্গলবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। নির্বাচনে কয়েকটি স্থানে সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও ভোটগ্রহণ শুরুর আগে, হাওড়ায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি ইভিএম মেশিন উদ্ধারের ঘটনা নিয়ে উত্তেজনা ছিল দিনভর।

তৃতীয় দফায় ৩১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২শ’ ৫ জন প্রার্থী। নির্বাচনের তৃতীয় দফায় কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলী জেলার ৩১ আসনে ২০৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা এবং রাজনীতিকরা। ভোটগ্রহণ এবং ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ করেন ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের প্রায় ১০ হাজার সদস্য। ভোট শুরুর আগে হাওড়ার স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ইভিএম-এর উপর বিশ্বাস নেই, ইভিএম গণ্ডগোল, আবার ইভিএম নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। এদিক ওদিক করে গণ্ডগোল করে জেতার চেষ্টা করছে এটা পুরোনো অভ্যাস। আগামী ১০ই এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮ দফা শেষে, দোসরা মে প্রকাশ করা হবে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল।

Loading