নিজস্ব প্রতিনিধি – ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন এ সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করার তা আইনে পরিণত হয়েছে। এবং ক্যালিফোর্নিয়াই যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য যেখানে এধরনের আইন হল। ২০১৭ সাল থেকে ইয়েল বিশ্ববিদ্যালয় বিষয়টি নিয়ে গবেষণা করে বলছে সঙ্গীনির সম্মতি ছাড়া এধরনের কাজ চুরির শামিল। এরফলে অনাকাঙ্খিত গর্ভধারণ ও যৌনতাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে।
নতুন এই আইনে বলা হয়েছে এধরনের কাজে শাস্তিমূলক জরিমানাসহ ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন। নাগরিক অধিকার এ্যাটর্নি আলেকজান্ড্রা ব্রডস্কি নতুন এ আইনকে স্বাগত জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট এ্যাসেম্বলি ওমেন ক্রিস্টিয়ানা গার্সিয়া এ আইন তৈরির জন্যে বিল আনেন। অধিকার আদায় গ্রুপ ইরোটিক সার্ভিস বলছে এ আইন যৌনকর্মীদের খদ্দেরদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করার সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত করবে।