জুলফিকার আলি দীঘা -পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী বিধ্বস্ত তাজপুর, শঙ্করপুর ও জলধা এলাকায় কয়েক হাজার অসহায়-দুঃস্থ মানুষদের আর্থিক সাহায্য করলেন হুগলির আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান। কয়েকদিন ধরে দীঘার সমুদ্র উপকূল বর্তী এলাকার প্লাবিত বিধ্বস্ত মানুষদের সহযোগীতা করে আসছে। বৃহস্পতিবারও একইভাবে সহযোগীতা করলেন অসহায় মানুষদের।

Loading