• আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট। এর জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ওই ১৫ কোম্পানির মধ্যে সিআরপিএফের ৭ কোম্পানি, বিএসএফের ৪ কোম্পানি, এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি করে বাহিনী আসছে রাজ্যে।

  • কেন্দ্র জানিয়েছিল, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ককে কোভিড টিকা দেওয়া হবে। এর মধ্যে দেশে কোভিড টিকার ৭৫ কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে। এই গতিতে টিকাকরণ হলে ডিসেম্বরের মধ্যে ৪৩ শতাংশ নাগরিকের টিকাকরণ হয়ে যাবে। দেশকে অভিনন্দন জানিয়ে টুইটারে এই খবর প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

 136 total views,  2 views today