Zulfikarali, Panskura,  বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে, তাই বর্ষা শুরুর আগেই পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু  সচেতনতার লক্ষ্যে কর্মসূচি নেওয়া হয়েছে।ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে পাঁশকুড়া পৌরসভার ১৮ টি ওয়াডের সুপার স্প্রেডার দের মোট ১০,০০০টি গাপ্পি মাছ দেওয়া হল।এদিন পাঁশকুড়া পৌরসভা চত্তরে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র,নির্বাহী আধিকারিক মনোজ কুমার দাস সহ আধিকারিকেরা সরজমিনে উপস্থিত থেকে  সুপার স্প্রেডার দের হাতে মাছ তুলে দেয় এবং

নির্দেশ দেয় নিজ নিজ এলাকার ড্রেন ও জমে থাকা জলে দেওয়ার,যাতে জল, ডেঙ্গু মশার লার্ভা মুক্ত হতে পারে।

Loading