শান্তি রায়চৌধুরী : ১২৪ বছরের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের (মহামারী) কারণে প্রথমবার পেছায় অলিম্পিক গেমসের কোনো আসর। গত বছর ২৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক-২০২০। কিন্তু সারা বিশ^কে স্তব্ধ করে দেয়া করোনাভাইরাস সেই উপলক্ষটি পিছিয়ে দেয় এক বছর। সেই দুর্যোগ এখনো কাটেনি। এখনো বিশ^ মানবকুলের প্রতিটি দিন কাটছে আতঙ্কে। তবুও জীবন যে থেমে থাকে না। তেমনি শুরু হচ্ছে অলিম্পিকের এবারের যাত্রাও। নানা চড়াই-উতরাই পার করে করোনা পরিস্থিতিতেই অবশেষে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। এক বছর পেছালেও নাম টোকিও অলিম্পিক ২০২০-ই থাকল এবং স্থান জাপানের টোকিও-ই। করোনা প্রতিরোধের সব রকমের সতর্কতা নিয়েই জাপানের রাজধানী টোকিওতে শুক্রবার (২৩ জুলাই) পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। আগামী ৮ আগস্ট নামবে এই পর্দা। শুরু থেকেই অনেক দেশ করোনার কারণে আসর থেকে সরে দাঁড়িয়েছে। দর্শকশূন্য আসর শুরু হচ্ছে ঠিকই। এর ভবিষ্যৎ নিয়ে এখনো নানা প্রশ্ন। কারণ ইতোমধ্যে অলিম্পিক খেলতে আসা অ্যাথলেটদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। কোচিং-স্টাফসহ এই আক্রান্ত প্রতিদিন বেড়েই চলেছে। ভোটারদের ভোটে তুরস্ক এবং স্পেনকে পেছনে ফেলে জাপান আয়োজন স্বত্ব লাভ করে। এবারের আসরে অংশগ্রহণ করছে ২০৬টি দেশ। ৫০ ডিসিপ্লিন, ৩৩টি খেলায় ৩৩৯টি ইভেন্টে ১১ হাজার ৯১ জন প্রতিযোগী লড়বে ৩৩৯ স্বর্ণের জন্য। অন্যান্য বার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই বাজতো ডামাডোল। ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকতেন বৈশি^ক টুর্নামেন্টের দিকে। এবার সেই দৃষ্টি কেড়ে নিয়েছে করোনা। তার সাথে কিছুটা ম্লান করেছে তারকাহীন আসর। এবারের আসরে বিশ্ব দেখবে না এমন সব অলিম্পিক গ্রেটদের। যাদের না থাকা অলিম্পিকের জন্য একপ্রকার শূন্যতা। করোনাভাইরাস, ইনজুরি, কোয়ালিফাইসহ বিভিন্ন কারণেই এবারের অলিম্পিক আসরে দেখা মিলবে না অনেক তারকাদের। যার প্রথম নামটি টেনিস। এই ডিসিপ্লিন থেকে নাম প্রত্যাহার করেছেন অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল ও রজার ফেদেরাররা। সরে দাঁড়িয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেসকো, জোহানা কন্তা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলিক কেরবের ও নিক কিরগিওসের মতো তারকারা। এছাড়াও খেলতে পারছেন না ডমিনিক থিম, সিমোনা হালেপ, স্ট্যান ওয়ারিঙ্কা ও মনিকা পুইগ। এছাড়া চার অলিম্পিকজয়ী ব্রিটিশ অ্যাথেলেট মোহাম্মদ ফারাহ ও জাস্টিন গ্যাটলিনরাও নেই। বিদায় নেয়া স্বর্ণজয়ী ভারতের শুটার অভিনব বিন্দ্রাকেও মিস করবে টোকিও অলিম্পিক। টোকিও পাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পেকে। ২০১৬ রিও অলিম্পিক বিদায় দিয়েছিল মাইকেল ফেলপস ও উসাইন বোল্টের মতো তারকাদের। যতবার গেমস আসবে ততবার তাদের মিস করবে গোটা বিশ্ব।
134 total views, 2 views today