নিজস্ব প্রতিনিধি – করোনাকালে স্কুল বন্ধ থাকায় অধিকাংশ শিশু মোবাইল ফোনে অনলাইনে ক্লাস করছে। কেউ কেউ আবার সারাদিন মোবাইলে গেমস খেলায় ব্যস্ত থাকছে। যে কারণে বহু শিশুই চোখের সমস্যায় ভুগছে।
পরিসংখ্যান বলছে, গত দু’বছরে চোখের সমস্যায় ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। চিকিৎসকরা শিশুদের চোখের সমস্যার জন্য মোবাইল ফোনকে বড় কারণ হিসেবে দায়ী করছেন। দীর্ঘ ক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে। অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।
118 total views, 2 views today