নিজস্ব প্রতিনিধি – ফের শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য। বার বার নিয়োগ ঘিরে কেন অসচ্ছ্বতার অভিযোগ উঠছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে এসএসসির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০১৯ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। কিন্তু চলতি বছরে জানা গিয়েছে, ওয়েটিং লিস্টের ২৫৩ নম্বর র্যাঙ্কের প্রার্থী চাকরির সুযোগ পেয়েছেন অথচ ২১৪ নম্বর র্যাঙ্কে থাকা প্রার্থী সুযোগ পাননি। ফলে স্বাভাবিকভাবেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে এসএসসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিচারপতি। কমিশনের কাছে বিচারপতি জানতে চান, কেন বার বার এধরণের বেনিয়মের অভিযোগ উঠছে? বিষয়টি ব্যাখা নিয়ে এসএসসিকে হলফনামা দিতে বলেছে আদালত। আগামী ৩১ অগাস্টের মধ্যে ওই হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে।