শান্তি রায়চৌধুরী : মাদক মামলায় এখনও কারাবন্দী শাহরুখপুত্র আরিয়ান খান। বুধবার পর্যন্ত তার জেলে থাকার কথা। আর এই সময়টাতে তাকে নেশামুক্ত করে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে জেলে তার কাউন্সেলিং চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক এনসিবি এক কর্মকর্তা বলেছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোকে (এনসিবি) যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান। জেল থেকে বেরিয়ে আরিয়ান কী করবেন, তাও জানিয়েছেন এনসিবি কর্মকর্তাদের।শাহরুখপুত্র নাকি নিজের ভুল স্বীকার করে জানিয়েছেন, জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করবেন। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবেন।এমনকি এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে আরিয়ান এমন কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ তিনি করবেন।
এই মাদক মামলায় যাদের গ্রেপ্তার করে এনসিবি, তাদের কাউন্সিলিং করানো হয় সংস্থাটির পক্ষ থেকে।কারন,এই কাজের প্রাথমিক লক্ষ্যই হলো মাদক সেবনকারীকে নেশা থেকে বের করে আনা।