নিজস্ব প্রতিনিধি – কয়েক বছর আগে যাত্রীদের মনোরঞ্জনের জন্য ট্রেন কম্পার্টমেন্টে রবীন্দ্রসঙ্গীত শোনানোর ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ। এবার যাত্রীদের বিনোদনের জন্য লোকাল ট্রেনের কামরায় লাগানো হবে টিভি। কোভিড পরিস্থিতির জন্য রেলের যে আর্থিক ক্ষতি হয়েছে তা এবার কাটাতে চায় কর্তৃপক্ষ। সেজন্য এবার লোকাল ট্রেনের প্রতি কামরাতে বসানো হবে টিভি।
জানা গিয়েছে, লোকাল ট্রেনের কামরায় টিভিতে সোশ্যাল বিজ্ঞাপন প্রচার করা হবে । পূর্বাঞ্চলে এই প্রথম লোকাল ট্রেনের টিভি ব্যবস্থা হচ্ছে।আপাতত পঞ্চাশটি রেকের সব কামরাতে এই টিভি লাগানোর জন্য টেন্ডার ঢাকা হচ্ছে। হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানান, এজন্য টেন্ডার ডাকা হচ্ছে। আগামী তিন-চার মাসের মধ্যে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরাতে এই টিভির দেখা মিলবে। সেগুলি চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে স্বয়ংক্রিয়ভাবে। এর ফলে যাত্রীদের বিনোদনের পাশাপাশি বিজ্ঞাপনের দৌলতে রেলের কোষাগারে কিছুটা টাকাও আসবে। উল্লেখ্য, মুম্বাইয়ের লোকাল ট্রেন গুলিতে টিভির ব্যবস্থা করা হয়েছে।