নিজস্ব প্রতিনিধি- বিধানসভা নির্বাচনে বাংলাই লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনঘন সফর নজর কেড়েছে। আগামী রবিবার মোদির ব্রিগেড সভা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনের সামনে তাঁর ২০টি সভা করার কথা রয়েছে। অসমেও ছয়টি সভা করবেন তিনি। মঙ্গলবার ব্রিগেড পরিদর্শনে আসেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তরা। ভোটের রণকৌশল নিয়ে এদিন বৈঠকে বসছে বিজেপি। বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শা, জেপি নাড্ডা।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত ২৬ ফেব্রুয়ারি ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। একুশের ভোটযুদ্ধে সিংহাসনের লড়াইয়ে মরিয়া দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। একদিকে সিংহাসন ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। অন্যদিকে, পরিবর্তন এনে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছেন মোদি-শা’রা। এই আবহে বাংলাজুড়ে মোদির সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।