নিজস্ব প্রতিনিধি – কালীপুজো, ছটপুজো, বড়দিন, গুরুনানক জন্মদিন সবকিছুতেই বাজি পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছরের নির্দেশিকাই বহাল রাখল আদালত।
যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। পুলিশকে এ ব্যাপারে কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একদিন আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দীপাবলিতে মাত্র দু’ঘণ্টা পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিয়েছিল। ছটপুজো বড়দিন এবং নিউ ইয়ারেও বাজি ফোটানো সময় ঠিক করে দেয়া হয়েছিল। এবার সবকিছুতেই নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট।