নিজস্ব প্রতিনিধি – ইতালির রোমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের বৈঠকে জলবায়ু সংকট মোকাবেলা, দারিদ্র্য দূরীকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে পোপকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন মোদি। মোদি নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে লিখেছেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে খুব উষ্ণ বৈঠক হয়েছে। বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি।

জি-২০ সম্মেলনে অংশ নিতে রোম সফর গেছেন মোদি। শুক্রবার (২৯ অক্টোবর) সেখানে পৌঁছানোর পর মহাত্মা গান্ধীর স্মৃতিফলকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এখান থেকে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের গ্লাসগোতে যাবেন মোদি।

 198 total views,  4 views today