নিজস্ব প্রতিনিধি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখন্ডের কেদারনাথ মন্দিরে যাবেন বলে সেটি সুসজ্জিত করা হয়েছে ৮০০ কেজি ফুল দিয়ে। গতকাল বুধবার (৩ নভেম্বর) দীপাবলির আগের দিন এই মন্দির সাজানো হয়।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) কেদারনাথ মন্দির সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি একটি মূর্তি উন্মোচন করবেন। এছাড়াও সেখানে তিনি আদি শঙ্করাচার্যের সমাধিরও উদ্বোধন করবেন। যা ২০১৩ সালের উত্তরাখণ্ড বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল, পরবর্তীতে সেটিকে পুননির্মাণ করা হয়। নরেন্দ্র মোদি উত্তরাখণ্ড সফরকালে ১৩০ কোটি টাকা
বাজেটের কয়েকটি মূল অবকাঠামো প্রকল্পেরও উদ্বোধন করবেন। সেখানে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
প্রসঙ্গত, ২০১৩ সালে কেদারনাথে প্রাকৃতিক বিপর্যয়ের পর ২০১৪ সালে কেদারনাথ মন্দিরের সংস্কার কাজ শুরু হয়। এই মন্দিরের সম্পূর্ণ সংস্কারের কাজ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশনায় করা হয়েছে। তিনি নিয়মিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেছেন।

242 total views, 2 views today







