নিজস্ব প্রতিনিধি- আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নতুন গন্তব্য পিএসজিতে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। নেইমার, ডি মারিয়া, পেরেডেস, ইকার্ডিদের সঙ্গে আগেই অনুশীলন করেছেন তিনি। আসন্ন ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি প্রথম ম্যাচে মুখোমু
খি হবে স্ট্রসবার্গের বিপক্ষে। এ ম্যাচেই কি মেসি নামবেন কিনা তা নিয়ে যখন জল্পনা তখন মেসির জার্সি বিক্রি করে ৭ মিনিটেই ২০ মিলিয়ন ইউরো আয় পিএসজি! এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণার পর মাত্র ৭ মিনিটেই মেসির অফিসিয়াল ৩০ নম্বর জার্সির দেড় লাখ কপি বিক্রি হয়েছে।
186 total views, 2 views today