নিজস্ব প্রতিনিধি – মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এবছর পাশের হার ১০০ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এদিন জানানো হয়েছে, ৭৯ জন ৬৯৭ নম্বর পেয়েছেন। সেই তালিকায় ঠাঁই পেয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দিনহাটা গার্লস হাইস্কুলের ছাত্রী সৃষ্টি বর্মনেরও প্রাপ্ত নম্বর ৬৯৭। দিনহাটা হাইস্কুলের তিনছাত্র দেবজিৎ সাহা, প্রমিত কর্মকার, শাশ্বত মজুমদার ও দিনহাটা গার্লস হাইস্কুলের ছাত্রী শুভস্মিতা সাহার প্রাপ্ত নম্বর ৬৯৬। অন্যদিকে, চোপড়া ব্লকের সোনাপুরহাট মহাত্মা গান্ধি হাইস্কুলের শ্রীময়ী তালুকদার পেয়েছে ৬৯৪। শিলিগুড়ির বাণী মন্দির রেলওয়ে হাইস্কুলের ছাত্রী তনিমা সাহার প্রাপ্ত নম্বর ৬৮৯। জলপাইগুড়ির মেটেলি ব্লকে সর্বোচ্চ নম্বর পেয়েছে মেটেলি উচ্চ বিদ্যালয়ের রূপসা রাহা, প্রাপ্ত নম্বর ৬৭৪। ছাত্রছাত্রীদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট নিতে এদিন বিভিন্ন স্কুলে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। শিলিগুড়ির বয়েজ হাইস্কুল, বরদাকান্ত বিদ্যাপীঠে অভিভাবকরা এদিন মার্কশিট নিতে ভিড় করেন। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার স্কুলে এদিন একই চিত্র দেখা গিয়েছে।

Loading