নিজস্ব প্রতিনিধি – বাংলার পর্বতারোহীদের মুকুটে নয়া পালক। মাউন্ট ইউনামের শীর্ষে উঠল ছয় পর্বতারোহী। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের পরিচালনায় এবং পর্বতারোহী দীপঙ্কর দে-র নেতৃত্বে ছয় সদস্যের পর্বতারোহী দলের মাউন্ট ইউনাম শৃঙ্গ জয় করেছেন। এই খবরে  উচ্ছ্বসিত বাংলার পর্বতারোহী মহল। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের পরিচালনায় আট সদস্যের  পর্বতারোহীদের দলটি  শিলিগুড়ি থেকে গত ১৭ আগস্ট রওনা হয়েছিল। হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় অবস্থিত ৬ হাজার ১১১ মিটার (২০ হাজার ৫০ ফুট) উঁচু মাউন্ট ইউনাম জয়ের উদ্দেশে রওনা হয় নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের এই দলটি। পর্বতারোহী দীপঙ্কর দে-র নেতৃত্বে অভিযানে অংশ নেন ক্লাব সেক্রেটারি ডঃ স্বরূপ কুমার খা, ক্লাব সদস্য শুভজিৎ ভদ্র, সুমন চক্রবর্তী, ডঃ অনিক মন্ডল (উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল), আজিমুন আখতার, আগমনী দত্ত এবং রিতেশ কেডিয়া।

 102 total views,  2 views today