নিজস্ব প্রতিনিধি – বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফায় মন্ত্রিত্বে আসার পর এই প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকে কয়েকজন মন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আপনার দেখা করার কথা ছিল। এতদিন হয়ে গেল দিল্লি যাননি কেন ?’ সেই সঙ্গে তিনি সমবায়মন্ত্রী অরূপ রায়ের কাজে ও অসন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, সমবায় ব্যাঙ্কের কাজ ঠিকমতো করা হচ্ছে না। অনেক বেনামি অ্যাকাউন্ট পড়ে আছে। সেগুলোর অডিট করা দরকার, কিন্তু হচ্ছে না কেন? এই পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সমবায়মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।