নিজস্ব প্রতিনিধি – কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মোদির দ্বিতীয় মন্ত্রি সভা থেকে ইস্তফা দিয়েছেন বাংলার দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। এদিন বিজেপি নেতৃত্বের এই পদক্ষেপেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, ‘কী কারণে মন্ত্রিসভার রদবদল হচ্ছে, তা বলতে পারবো না। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বিনাশকালে বুদ্ধিনাশ হয়, বিজেপিও তাই এখন বিভেদকামী শক্তিকেই খুঁজছে।’ বাংলা থেকে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে চার জন বিজেপি সাংসদের। নিশীথ প্রামাণিক, শান্তুনু ঠাকুরের মোদি মন্ত্রিসভায় জায়গা প্রায় পাকা। দৌড়ে রয়েছেন জন বার্লা ও সুভাষ সরকারও। তবে, পদত্যাগ করতে বলা হয়েছে গত দু’বছর ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গেই বুধবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতে বিজেপির লাভ হতে পারে, মানুষের কোনও কাজ হবে না।’

এরপরই বাবুল ও দেবশ্রীর ইস্তফা প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তার প্রশ্ন, ‘কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে সেটা ওদের ব্যাপার। কিন্তু, আজ বাবুল খারাপ হয়ে গিয়েছেন? শুনেছি ওই রাজবংশী মহিলাটা সাংসদও খারাপ হয়েছেন, ওকেও ইস্তফা দিতে বলেছে। আসলে তাদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। যে সমস্ত মানুষকে নিয়ে এখন বাড়াবাড়ি হচ্ছে, তারা কখনও মানুষের কাজে লাগবে না।’ মমতা বলেন, ‘বিজেপি নিজেই বিচ্ছিন্নতাবাদী শক্তিই। আজ নয়, চিরকাল। বিনাশকালে এসব শক্তিকেই সবাই খোঁজে। তবে এরা পাতে দেয়ার যোগ্য নন। এদের দিয়ে কোনও কাজ হবে না।

Loading