নিজস্ব প্রতিনিধি – প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টুইটে মোদী লেখেন, ‘ড. মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এ ভর্তি করা হয় মনমোহন সিংকে। গত সোমবার (১১ অক্টোবর) জ্বর ছিল মনমোহন সিংয়ের। তিনি এ থেকে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু এরপর আবার দুর্বল হয়ে পড়েন।

চলতি বছরের এপ্রিলের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কংগ্রেসের প্রবীণ এই নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। করোনার মৃদু সংক্রমণে ভোগার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

Loading