নিজস্ব প্রতিনিধি – ভারতে মহা প্রলয়ঙ্করী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডব ২ লাখ ছাড়াল মোট প্রাণহানি। একদিন সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড করেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের।
এই প্রথম দিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখল দেশটি। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ছুঁইছুই, যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এদিকে সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যথারীতি মহারাষ্ট্র। রাজ্যটিতে ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি। রাজধানী দিল্লিতে আরও ২৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ১৫টি রাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত ১০ হাজারের ওপর। এদিন দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুসহ ১১টি রাজ্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৮০ হাজারের কাছাকাছি।