নিজস্ব প্রতিনিধি – ভারতে গাড়ি চাপা পড়ে আন্দোলনরত কৃষকের মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাকের চাপায় রহস্যজনকভাবে ৩ নারীর মৃত্যু হয়েছে। ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা। ভারতে তিন কৃষি আইন বাতিলের দাবিতে ১১ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। বিভিন্ন কৃষক সংগঠন সম্মিলিতভাবে দেশজুড়ে লাগাতর আন্দোলন চালাচ্ছে। বিজেপি বাদে বেশির ভাগ দলই কৃষকদের দাবি মেনে নেওয়ার পক্ষে। এমনকি, বিজেপি সাংসদ বরুণ গান্ধীও কৃষকদের পক্ষেই কথা বলছেন। বহুদিনের জোট সঙ্গী শিরোমনি আকালি দল কৃষকদের স্বার্থেই বিজেপির সঙ্গ ছেড়ে আন্দোলনে নেমেছে। কিন্তু বিজেপি কৃষি আইন প্রত্যাহারে নারাজ। উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র আন্দোলনরত ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট সেই ঘটনার তদন্ত নজরদারি করছেন।