নিজস্ব প্রতিনিধি – ভারতে চাকরির বাজারে জোয়ার আনতে একটি পোর্টাল এনেছে কেন্দ্র সরকার। শ্রম মন্ত্রণালয়ের আওতায় থাকা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস নামের পোর্টালটি কাজ করে বেসরকারী সংস্হা এবং চাকরিপ্রার্থীদের যোগসূত্র হিসেবে। এই পোর্টালে বিভিন্ন কোম্পানি কর্মখালির বিজ্ঞাপন দিয়ে রাখে এবং চাকরিপ্রার্থীরা তাতে আবেদন করেন। যেহেতু এটি সরাসরি ভারতের শ্রম মন্ত্রনালয়ের আওতায়, সেহেতু এর গ্রহণযোগ্যতাও অত্যাধিক। সেই পোর্টালের তথ্যই বলছে কেন্দ্রের কাছে বরাবরের মতই বঞ্চনার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ এর জনগণ। সেই তুলনায় বিজেপি শাসিত উত্তর প্রদেশ এবং গুজরাতে চাকরি পাওয়ার হার অনেক বেশী। এই পোর্টালের তথ্য মতে কেন্দ্রের চাকরির পোর্টালে পশ্চিমবঙ্গ থেকে ২০২০-২১ সালে আবেদন পড়েছে প্রায় দুই লক্ষ, বিপরীতে চাকরি পেয়েছেন মাত্র ২৬ জন। এবং ২০১৯-২০ সালে চাকরির আবেদন করেছে প্রায় ১ লক্ষ এবং বিপরীতে চাকরি পেয়েছেন মাত্র ২৬ জন।

Loading