নিজস্ব প্রতিনিধি – ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা অভাবনীয়ভাবে কমে চারশর নিচে নেমে এসেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এছাড়া শনাক্ত রোগী কমার পাশাপাশি গত একদিনে ভারতে বেড়েছে সুস্থতার হারও। ফলে সক্রিয় রোগীর সংখ্যা এক লাফে নেমে এসেছে প্রায় সোয়া ৩ লাখে। মঙ্গলবার(২৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ৬ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জনে।