নিজস্ব প্রতিনিধি – এবার আদালত চত্বরে খুন হলেন আইনজীবী। সোমবার দেশটির উত্তর প্রদেশের শাহজাহানপুর আদালতের চার তলায় আইনজীবী ভূপেন্দ্র সিং নামের এক আইনজীবী খুন হন। দিল্লি কোর্টের ভেতর মাফিয়া নেতা খুনের এক মাসের মধ্যেই ভারতের আদালত চত্বরে এমন ঘটনা ঘটল। বিজেপি শাসিত উত্তর প্রদেশের শাহজাহানপুরের এই ঘটনাকে ঘিরে দেশটিতে উত্তেজনা বাড়ছে। বিরোধীদের অভিযোগ, আদালতে উকিলরাও আর বিজেপির শাসনে নিরাপদ নন। শাহজাহানপুর জেলার পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। কী কারণে খুন হয়েছে তাও জানা যায়নি।

 112 total views,  2 views today