নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ সংস্থা সমস্ত ধরনের বাজি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল । বলা হয়েছে, দীপাবলিতে মাত্র দু’ঘণ্টা পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে। সময় রাত ৮-১০টা। ছটপুজোর দিন সকাল ৬-৮টা পর্যন্ত এই বাজি ফাটানো যাবে। বড়দিন এবং নিউ ইয়ার্সে বাজি মাত্র ৩৫ মিনিট বাজি ফোটানো যাবে। সময় থাকছে রাত ১১.৫৫-১২.৩০টা পর্যন্ত।