নিজস্ব প্রতিনিধি- দিদি যতই বিরোধিতা করুন না কেন এই রাজ্যে সিএএ লাগু হবে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা৷ একই সঙ্গে তিনি বলেন, ‘এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্রদের এদেশে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার দেওয়া হবে।’ যদিও আউশগ্রামের তৃণমূল নেতৃত্ব এই প্রসঙ্গে বলেন, ‘সিএএ লাগু করা তো দূরের কথা। বিজেপির বাংলা জয়ের স্বপ্ন কোনো দিনও সফল হবে না।’  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শা বলেন, ‘বাংলায় তিন প্রকার নাগরিক থাকেন। এক, অনুপ্রবেশকারী, যাঁরা দিদির প্রাণাধিক প্রিয়। দ্বিতীয় প্রকার হল আমাদের মত সাধারণ মানুষ। যাঁরা বাংলায় দ্বিতীয় শ্রেণির নাগরিকের মত বসবাস করেন। দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে চাইলে তাঁদের অনুমতি দেওয়া হয় না। উৎসবের আয়োজন করতে গেলেও তাঁদের আদালতের দ্বারস্থ হতে হয়। আর তৃতীয় প্রকার মানুষ হলেন শরণার্থীরা, যাঁরা আজও নাগরিকত্ব পাননি।’ বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এমন পরিস্থিতি আর থাকবে না বলে জানিয়ে দেন অমিত শা।

Loading