নিজস্ব প্রতিনিধি – আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১৫ টাকা বেড়েছে। এখন থেকে ৯২৬ টাকা দিয়ে একটি সিলিন্ডার কিনতে হবে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজির মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। এর জেরে রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে। এর আগে সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সেসময় একলাফে ২৫ টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম।