নিজস্ব প্রতিনিধি – প্রয়াত হলেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হন তিনি। শুক্রবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ’তে স্থানান্তরিত করা হয়। এদিন অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে গিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ইন্ডাস্ট্রির বহু অভিনেতা সেখানে রয়েছেন। হাসপাতালের সামনে ভিড় করেন তাঁর ভক্তরা। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালে এবং অভিনেতার বাড়িতে মোতায়েন রয়েছে পুলিশ।