নিজস্ব প্রতিনিধি – প্রাইভেট শিক্ষকদের অনলাইন ক্লাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বুধবার চীনের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যে সব শিক্ষক অনলাইনে ক্লাসের মাধ্যমে অর্থ আদায় করত তাঁদেরকে এমনটি করতে নিষেধ করা হচ্ছে। গত আগস্ট বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করে দেয় চীন সরকার। তখন শিক্ষার্থীদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ওই কোচিং সেন্টারগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ দেয় দেশটির শিক্ষা মন্ত্রণালয়।