নিজস্ব প্রতিনিধি – প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। সোমবার মেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। অস্কার ফার্নান্ডেজ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ছিলেন। ইউপিএ সরকারে দু’বারের মেয়াদেই মন্ত্রী ছিলেন তিনি।
148 total views, 2 views today