নিজস্ব প্রতিনিধি – আজও পেট্রোল ও ডিজেলের  দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি।  দুই জ্বালানির নতুন দর আজ ইতিমধ্যেই প্রকাশ করেছে তেল কোম্পানিগুলি। তাতে এদিনও দামের কোনও পরিবর্তন হয়নি। গত কয়েক মাসে টানা মূল্যবৃদ্ধির পর আপাতত পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক দিনে একই রয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী,  আজ বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।

 239 total views,  2 views today