নিজস্ব প্রতিনিধি -আজ শনিবার দেশের কয়েকটি রাজ্যে  ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল ডিজেলের দামও। কলকাতায় শনিবার পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৭.৭৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম কলকাতায় লিটার প্রতি ৯৯.০৮ টাকা। তবে চেন্নাইতে ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০০.২৫ টাকায়। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.২২ টাকা। পেট্রোল ও ডিজেল দুটিরই দাম ৩৫ পয়সা করে বাড়ায়, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম এই মুহূর্তে ১০৭.২৪ টাকা, এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.৯৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছেছে ১১৩.১২ টাকা প্রতি লিটারে। আজ মুম্বইতে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০৪.০০ টাকায়। এবছরের প্রথম দিকেই পেট্রোল ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছিল। তবে ১০০ ছাড়ানোর পরেও যে মূল্যবৃদ্ধি থামবে না তা অনেকেই ভাবেননি। আর এবার ডিজেলের দামও ১০০ ছাড়িয়ে গেল।

 102 total views,  2 views today