নিজস্ব প্রতিনিধি – পুজোতে  মানুষের বেপরোয়া মনোভাব দেখে উদ্বিগ্ন চিকিৎসক মহল। পুজো মণ্ডপগুলিতে যে হারে ভিড় বাড়ছে তাতে করে করোনা ব্যাপক আকার নিতে পারে বলে মনে করেছেন চিকিৎসকরা। শুধু মাস্ক-স্যানিটাইজারই নয়, স্বাস্থ্যবিধি কোন কিছু মেনে চলা হচ্ছে না। আর মানুষের এই বেপরোয়া মনোভাব দেখেই রীতিমতো শঙ্কিত চিকিৎসকরা। মঙ্গলবার এসএসকেএমের চিকিৎসকরা যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন। সেখানে ফের করোনা নিয়ে মানুষকে সতর্ক করেন তাঁরা। চিকিৎসকদের কথায়, যতটা পারবেন বাড়িতেই থাকার চেষ্টা করুন। ছোটদের নিয়ে বাইরে বেরোবেন না, বাড়ির কাছাকাছি থাকুন।

Loading