নিজস্ব প্রতিনিধি – হুগলির  চুঁচুড়ায় প্রাইমারি টেট উত্তীর্ণরা পুজোর আগে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন। হুগলির জেলা সদরে হল মিছিল। মিছিল শেষে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের প্রাথমিক টেটে  লিখিত ও মৌখিক দুটিতেই সফল হয়েছেন তাঁরা। প্যানেলভুক্ত হয়েছে নাম। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সাত বছর ধরে নিয়োগপত্র দেওয়া নিয়ে টালবাহানা চলছে। গত ২১ জুন নবান্ন থেকে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলা হয়, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। কিন্তু দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ। সোমবার ,’খেলা হবে’ স্লোগান তুলে চাকরিপ্রার্থীরা।

Loading