নিজস্ব প্রতিনিধি – পশ্চিম বাংলায় মোট করোনা আক্রান্ত ছাড়াল ১০ লাখ। দৈনিক আক্রান্ত প্রতিদিন বাড়ছে প্রায় ২০ হাজার করে। তারপর প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুমিছিল। পর পর সাত দিন ১০০ পোরিয়ে গেল করোনায় মৃতের সংখ্যা। সোমবারের করোনা বুলেটিনে সংক্রমণ ও মৃতের বাড়বাড়ন্তের পাশাপাশি খানিক স্বস্তি দিয়ে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও।
একনজরে পশ্চিম বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৪৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯ লক্ষ ৯৩ হাজার ১৫৯ জন। এদিন ১৯৪৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৬০৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪৬১। এদিন মৃত্যু হয়েছে ১৩৪ জনের।