নিজস্ব প্রতিনিধি  – বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার নতুন গুঞ্জন টালিগঞ্জে। কান পাতলেই শোনা যাচ্ছে, এক টলি নায়িকার ‘স্বামী’র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অপর এক নায়িকা! ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। নাম-পরিচয় প্রকাশ না করে গণমাধ্যমটি জানায়, টলিপাড়ার এক অভিনেত্রীর সঙ্গে নাকি জমে উঠেছে অপর এক নামী অভিনেত্রীর স্বামীর বন্ধুত্ব! মানে ঘর ভাঙলেও নায়িকার সঙ্গে ডিভোর্স এখনও পাকা হয়নি তার। ভোটরঙ্গ নিয়ে যখন সকলেই ব্যস্ত তখন নতুন রঙ্গে মেতে উঠেছেন এই দু’জনে। বলা হচ্ছে, ওই নামী নায়িকার স্বামীর সংস্থার হয়ে ফটোশুট করতে গিয়েই এই গুঞ্জনের শুরু। করোনার ভয়ও কাবু করতে পারছে না তাদের। সময়-সুযোগ পেয়েই দেখাসাক্ষাত্ সেরে ফেলছেন তারা। এদিকে, বিষয়টি নিয়ে চাপা গুঞ্জনের মধ্যে স্যোশাল মিডিয়ায় নানাঘুষা চলছে।

Loading