নিজস্ব প্রতিনিধি – রবিবার মন কি বাত অনুষ্ঠানের ৭৯ তম অংশের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। রবিবার ছিল ধ্যানচাঁদের ১১৬ তম জন্মবার্ষিকী । প্রতি বছর ধ্যানচাঁদের জন্মদিনটি ক্রীড়া দিবস হিসেবেই পালিত হয়। মোদী বলেন, “মেজর ধ্যনচাঁদ হকিতে ভারতীয় ক্রীড়াকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা হয়তো অনেক পদক জিতেছি, কিন্তু ভারত সবসময় হকিতে পদকের কামনাই করে এসেছে। ধ্যানচাঁদ সেই রাস্তা আমাদের দেখিয়েছেন। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই মোমেন্টাম হারালে চলবে না। স্পোর্টসের দিকটা এগিয়ে নিয়ে যেতে হবে।”

 118 total views,  2 views today