শান্তি রায়চৌধুরী : মাহেন্দ্র সিং ধোনির বৃহস্পতি তুঙ্গে। যোগ্য নেতৃত্ব দিয়ে চেন্নাই সুপার কিংসকে.আইপিএল শিরোপা জেতানোর পর, সেই আনন্দের রেশ কাটার আগেই জাতীয় দলের মেন্টর হয়ে বিশ্বকাপ মঞ্চে হাজির ধোনি। এরপর আরেকটি সুখবর পেলেন ‘ক্যাপ্টেন কুল’। তার আনন্দকে আরও বাড়িয়ে দিয়ে সুখবরটি দিলেন স্ত্রী সাক্ষী।  সেটি হচ্ছে ফের বাবা হতে চলেছেন ধোনি। সন্তানসম্ভবা ধোনির সহধর্মিণী সাক্ষী। সামনের বছরই দ্বিতীয়বারের মতো মা হবে তিনি।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই ধোনির ভক্তদের এই সুসংবাদ জানালেন ভারতের আরেক প্রাক্তন তারকা সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা।

এ খবর প্রকাশে নেটদুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন ধোনি ভক্তরা। ধোনি-সাক্ষী দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন তারা।

যদিও নিজের অনাগত অতিথির বিষয়ে এখনবধি মুখ খোলেননি ধোনি বা সাক্ষীর কেউ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেননি।

Loading