জুলফিকার Ali কন্টাই – দুয়ারে ত্রান নিয়ে দুর্নীতির অভিযোগ বিধায়কের । রাজ্য সরকারের দুয়ারে ত্রান বণ্টন নিয়ে দুর্নীতি হচ্ছে, এমনই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও,দুয়ারে ত্রাণ এর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নিজকসবা অঞ্চলে শিল্ল্যাবেড়িয়া তে দুয়ারে ত্রাণের কার্যালয়ে যান। সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের মধ্যে ঠিকমতো বণ্টন যাতে হয় সেদিকে নজর রাখেন বিধায়ক। যে কারনে খবর পেয়ে উপস্থিত হয় খেজুরীর বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক। সারা ত্রানের কার্যালয় ঘুরে ঘুরে দেখেন, এবং সাধারণ মানুষকে আশ্বস্ত  করেন তিনি।

Loading