নিজস্ব প্রতিনিধি – দীপাবলি উপলক্ষে ভারত-পাকিস্তানের সেনারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে মিষ্টি বিনিময় করেছেন। তিথওয়াল ক্রসিং ব্রিজে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) ও পাকিস্তান রেঞ্জার্স এ মিষ্টি বিনিময় করেন। এছাড়া আটারি-ওয়াঘা, গুজরাটের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ও রাজস্তানের বারমের সেক্টরেও তারা মিষ্টি বিনিময় করেছেন। ঈদ, হলি, দীপাবলি ও নিজ নিজ জাতীয় দিবসের মতো প্রধান উৎসবগুলোতে ভারত-পাকিস্তানের মধ্যে মিষ্টি বিনিময়ের একটি ঐতিহ্য রয়েছে। উৎসব উপলক্ষে গতকাল রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গেও বিএসএফ সৈন্যরা মিষ্টি বিনিময় করেছেন।

Loading