নিজস্ব প্রতিনিধি – দক্ষিণ-পূর্ব রেলের চারটি গুরুত্বপূর্ণ ট্রেন আগামী দিনে হাওড়া স্টেশন এর পরিবর্তে ছাড়বে শালিমার স্টেশন থেকে। আবার ট্রেনগুলি ফিরতি পথে ও শেষ করবে শালিমার স্টেশন। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বলা হয়েছে মুম্বাই গামে হাওড়া লোকমান্য তিলক টার্মিনাল স্পেশাল ট্রেন আগামী ৪ নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

আবার ২ নভেম্বর ফিরতি ট্রেনটি লোকমান্য তিলক টার্মিনাল থেকে ছেড়ে শালিমার স্টেশন আসবে। হাওড়া পুর বন্দর আপ ও ডাউন স্পেশাল ট্রেন দুটি যথাক্রমে ১৫ জানুয়ারি ও ১৩ জানুয়ারি হাওড়ার বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে ও ফিরবে। হাওড়া ওখা স্পেশাল ট্রেন দুটি হাওড়ায় বদলে আগামী ১৮ ও ১৬ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে ছাড়বে ফিরবে। একইভাবে হাওড়া হায়দ্রাবাদ জোড়া স্পেশাল ট্রেন যথাক্রমে ২ জানুয়ারি এবং ৪ জানুয়ারি শালিমার স্টেশন থেকে ছাড়বে ও ফিরবে। হাওড়া ভাস্কো দা গামা হাওড়া চেন্নাই হাওড়া পুরী স্পেশাল ট্রেন গুলি একইভাবে হাওড়ার বদলে শালিমার থেকে যাত্রা শুরু ও শেষ করবে। আগামী বছরের ১ থেকে ১৪ জানুয়ারি মধ্যে এই পরিবর্তন কার্যকর হবে।

Loading