নিজস্ব প্রতিনিধি – প্রত্যেক ভারতবাসীর কাছে আধার কার্ডের (Aadhaar Card) গুরুত্ব কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই গুরুত্বপূর্ণ নথিটি সরকারি সমস্ত জায়গায় অত্যন্ত জরুরি। তবে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বাধ্যতামূলক নয় এই আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) স্পষ্ট জানিয়েছে, আধার কার্ড না থাকার জন্য কাউকে ভ্যাকসিন(Vaccine), ওষুধ, হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। আধার কার্ড না থাকলেও কোনো প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। করোনা(Covid-19) মহামারীর দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতা দেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
আধার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জনিয়েছে, আধারের ক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম (EHM) রয়েছে এবং ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে প্রয়োজনীয় পরিষেবা ও সুবিধার সুবিধা দেওয়ার ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে। কোনও বাসিন্দার যদি কোনও কারণে আধার না থাকে তবে আধার আইন অনুযায়ী তাকে প্রয়োজনীয় পরিষেবাগুলি বঞ্চিত করা উচিত নয়। আধারের অভাবে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিত্সা থেকে বঞ্চিত করা যাবে না। রিপোর্টে দেখা গিয়েছে যে আধারের অভাবে লোকেরা হাসপাতালে ভর্তির মতো কিছু প্রয়োজনীয় পরিষেবা বঞ্চিত হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত। আরো বলা হয়েছে, যদি কোনও কারণে আধার অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হয়, সংশ্লিষ্ট সংস্থার বা বিভাগকে ২০১৬-র আধার আইনে উল্লেখিত নিয়ম অনুযায়ী পরিষেবা দিতে হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ্বতা সুনিশ্চিত করা আধারের লক্ষ্য। ২০১৭-র ২৪ অক্টোবর জারি সার্কুলারে ব্যতিক্রমী ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, তার উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। শনিবারের তুলনায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। শনিবার ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে পরপর ৩ দিন কমল আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষের নিচেই। নিঃসন্দেহে এটি কিছুটা স্বস্তিদায়ক।