নিজস্ব প্রতিনিধি – রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার  আসানসোলের ঘড়িমোড়ে গান্ধি মূর্তির সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করে  বর্ধমান জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস। সেই প্রতিবাদ সভায় বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণ ও বিক্রির যে নীতি কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস নেতৃত্ব। সভাশেষে কংগ্রেস কর্মীরা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন।

 114 total views,  2 views today