নিজস্ব প্রতিনিধি – চীনে একশ’ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়ার কাজ শেষ করা হয়েছে। কোভিড-১৯ রোগ মোকাবেলায় বুধবার পর্যন্ত তাদের এসব টিকা দেয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। বৃহ্স্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেছেন, ৭০ শতাংশের বেশি মানুষ করোনাভাইরাসের কমপক্ষে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাকসিনের ২১৬ কোটি ডোজ প্রদান করা হয়েছে। বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন কর্মসূচি চলছে চীনে। যা গত বছর থেকে শুরু হয়েছে। প্রাথমিকভাবে জরুরিভিত্তিতে প্রথমসারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছিল। সেইসময় শর্তসাপেক্ষে চীনের ভ্যাকসিন সিনোফার্ম অনুমোদন পেয়েছিল। পরবর্তীকালে ভ্যাকসিনের সংখ্যা আরও বেড়েছে। আরও ছ’টি করোনা ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। চীনের সংবাদমাধ্যম সিজিটিএনের একটি প্রতিবেদন অনুযায়ী, গত ২০ এপ্রিল চীনে করোনা ভ্যাকসিনের ডোজ প্রদানের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। ৭ মে তা ছুঁয়েছিল ৩০ কোটির মাইলফলক। যা ২৩ মে ৫০ কোটি এবং ১৯ জুন ১০০ কোটি ডোজ প্রদানের গণ্ডি পেরিয়েছিল চীন। ১২ বছর বা তার থেকে বেশি বয়স হলেই মিলছে। ভ্যাকসিন। চীনের বর্তমান জনসংখ্যা বর্তমানে ১৪০ কোটি।

Loading