শাহানুর ইসলাম, হাওড়া – করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার অভিনব প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে দেশটিরই অঙ্গরাজ্য মহারাষ্ট্র। তাদের ঘোষণা অনুযায়ী কোনো গ্রাম করোনামুক্ত হলে পাওয়া পুরস্কার হিসাবে পাওয়া যাবে ৫০ লাখ টাকা। বুধবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই প্রতিযোগিতার নাম দিয়েছেন ‘আমার গ্রাম করোনামুক্ত’। রাজ্যের পল্লি উন্নয়ন মন্ত্রী হাসান মুশরিফ এক বিবৃতিতে জানান, এই প্রতিযোগিতা মুখ্যমন্ত্রীর উদ্যোগেরই একটি অংশ। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, গ্রামাঞ্চলের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে করোনা সংক্রমণ এড়াতে পারেন এবং সেই সঙ্গে যদি গ্রামের প্রতিটি মানুষ কোভিডের টিকা নেওয়া নিশ্চিত করেন, তাহলে পুরো গ্রামই করোনামুক্ত থাকবে। এক্ষেত্রে পুরস্কৃত করা হবে গ্রামটিকে।