নিজস্ব প্রতিনিধি – গোয়ায় চালু হলো ভারতের প্রথম মদের জাদুঘর। এই জাদুঘরে থাকছে শত শত বছরের পুরোনো মদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত। স্থানীয় ব্যবসায়ী নন্দন কুদচাদকর উত্তরাঞ্চলের ক্যাডোলিম গ্রামে এই জাদুঘর তৈরি করেছেন। নন্দন একজন প্রত্ন সংগ্রাহক। কিন্তু কেন হঠাৎ এমন জাদুঘর তৈরির পরিকল্পনা করলেন তিনি? এ বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেছেন, আপনি যদি স্কটল্যান্ডে যান দেখবেন সেখানকার নাগরিকেরা তাঁদের পানীয় নিয়েই দারুণ খুশি। আবার রাশিয়ায় গেলেও তাঁরা আপনাকে দেখাবে কী ধরনের পানীয় তাঁরা পান করেন। কিন্তু ভারতের ক্ষেত্রে অ্যালকোহলকে একেবারেই আলাদা চোখে দেখা হয়। আর সে কথা মাথায় আসতেই আমি সিদ্ধান্ত নিই ভারতে প্রথম অ্যালকোহল জাদুঘর নির্মাণের।
জাদুঘরে স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয় মদ ফেনীর নানা ধরনের বোতলের পাশাপাশি রয়েছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কাঁসার পাত্র। এ ছাড়া শতাব্দী প্রাচীন কাজু-ভিত্তিক মদ সংরক্ষণের জন্যও বিভিন্ন ধরনের পাত্র এই জাদুঘরে ঠাঁই পেয়েছে।
68 total views, 4 views today