নিজস্ব প্রতিনিধি – ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৬১ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৫২৪ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৭৪ জনের, যা আগের দিনের তুলনায় ৫৯ হাজার ৮৩৯ জন বেশি।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭২ হাজার ৪৪২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ২৯ হাজার ৪২০ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২৩৬ জন।